Thursday 25 June 2015

SEO শিখা POST-1: SEO শিখতে কি কি লাগে সে ধারনা গুলা দেওয়া হল এই Post এ?

সুচনা ঃ    অনলাইনে আয়ে আগ্রহীদের জন্য এসইও শেখার বিকল্প কিছু খুজে পাওয়া যায় না, কারন আপনি অনলাইনের যেই কাজ শিখতে চান না কেন, এসইও এর উপর একটু আধটু জ্ঞান থাকা অতিব জ্ররুরি। আর যদি আপনি এসইও এর কাজই করতে চান তাহলে তো কথাই নেই। এসইও এর কাজ অবশ্যই ভালভাবে শিখতে হবে আপনাকে। আর শুধুমাত্র এসইও জানলেই আপনি অনলাইনে আয় করতে পারবেন এবং এর সাথে অনলাইনে আপনার অন্যান্য খাতেও অনেক হেল্প করবে এই এসইও। কারন গুগল ছাড়া যেমন অনলাইন অচল তেমনি এসইও ছাড়া আপনি অনলাইনের অনেক এক বিশাল দুনিয়া থেকে পেছনে পড়ে থাকবেন। কাজেই অনলাইনে আয় এবং অনলাইনে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য এসইও শিখে রাখতে পারেন।

SEO শিখতে যে জ্ঞান থাকতে হবে     SEO শিখতে আপনার কোন বিশেষ  
Academic জ্ঞান থাকার প্রয়োজন নাই। Only Basic Computer এবং IT বিষয়ে প্রাথমিক ধারণা থাকলেই চলবে।